গরিবের ভগবান সোনু সুদ । লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে রিয়েল হিরো অবতারে হাজির হয়েছিলেন সোনু। তারপর থেকে যখনি মানুষ বিপদে পড়েছে সোনু সুদকে পাশে পেয়েছেন।
পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা পাশাপাশি দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বিপদের দিনে কি করে মানুষের পাশে থাকতে হয় শিখিয়ে দিয়েছেন যুব সমাজকে। বাস্তবে তার কাহিনী অন স্ক্রিনের হিরোকেও হার মানাবে।
আবারও ফের লাইমলাইটে সোনু সুদ । এবার মাত্র এক বছরের শিশুর হার্টের অপারেশনের দায়িত্ব নিলেন অভিনেতা। উত্তরপ্রদেশের নন্দনপুরার এক দম্পতি টাকার অভাবে এক বছরের সন্তানের হার্টের অপারেশন করাতে পারছিলেন না।
এক বছরের ছোট শিশু আহমেদের হার্টে ফুটো রয়েছে। অর্থের অভাবে হচ্ছিল না চিকিৎসা। খবর শোনা মাত্র চিকিৎসার ভার তুলে নেন নিজের কাঁধে। আহমেদের বাবা মাকে মুম্বই ডেকে পাঠিয়েছিলেন সোনু। শোনা যাচ্ছে ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে শিশুর চিকিৎসা। আরও একবার তার এই মহৎ কাজের জন্য হিরো হলেন সোনু সুদ।