‘মোহর’ ধারাবাহিকে জনপ্রিয়তা পেলেও এবার দর্শকের মন জয় করতে ব্যর্থ সোনামণি-প্রতীক! টিআরপির প্রথম দশেও নেই এক্কা-দোক্কা ও ‘সাহেবের চিঠি’

সোনামণি-প্রতীক

অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সোনামণি সাহা ছোটপর্দার গোল্ডেন জুটি। তবে এই মুহূর্তে তারা পৃথক পৃথক ধারাবাহিকে অভিনয় করছেন। একই চ্যানেলে একজন ‘এক্কা দোক্কা’, তো আরেকজন ‘সাহেবের চিঠি’। দুইজন আলাদা ধারাবাহিকে থাকলেও তাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। তবে ‘মোহর’ ধারাবাহিকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর তাদের পর্দায় ফেরানো হয়েছিল অনেকে আশা নিয়েই। কিন্তু এবার সেই জনপ্রিয়তা থেকে ব্যর্থ হলেন সোনামণি-প্রতীক।

সোনামণি সাহার অভিনীত ‘এক্কা-দোক্কা’ প্রথম সপ্তাহে টিআরপি দশে জায়গা পেলেও চলতি সপ্তাহে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে প্রতীক সেনের ‘সাহেবের চিঠি’ প্রথম থেকেই ব্যর্থ। ‘মোহর’ ধারাবাহিকের এই জনপ্রিয় জুটির নতুন ধারাবাহিক চলতি সপ্তাহে টিআরপির প্রথম দশেও নেই।

‘মোহর’ ধারাবাহিকের মতো ‘এক্কা দোক্কা’ অথবা ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক নিয়ে তেমন মাতামাতি নেই সোশ্যাল মিডিয়ায়। এমনকি টিভির পর্দায়ও তুলনামূলক দর্শক খুব কম দেখেছেন এই ধারাবাহিক দুটি। অর্থাৎ এই দুই ধারাবাহিকের গল্প দর্শকের মনে জায়গা করে নিতে পারছে না। এবার দেখার বিষয় আগামীদিনে দর্শকের মন জয় করতে পারে কিনা প্রতীক-সোনামণি অভিনীত এই দুই নতুন ধারাবাহিক।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here