নতুন সুখবর শেয়ার করলেন ছোটপর্দার আর্য ওরফে অভিনেতা জিতু কমল

অভিনেতা জিতু কমল

বর্তমানে ‘টক অফ দ্যা টাউন’ অভিনেতা জিতু কমল। যিনি দর্শকের কাছ সকলের প্রিয় আর্য সিংহ রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য চরিত্রে অভিনয় করে যেন অভিনেতার জনপ্রিয়তা দ্বিগুণ ছাপিয়ে গেছে।

ধারাবাহিকের নায়িকা-কে যেখানে বেশি মাতামাতি হয় সেখানে এই মেগার আসল ম্যাজিক হল ‘আর্য’ চরিত্রটি। যা জিতু ছাড়া একেবারেই সম্ভব ছিল। তার চোখের চাহনি যেন অর্ধেক সংলাপ বলে দেয়। মুখে যদিও সংলাপ না থাকে দেহের অঙ্গিভঙ্গি মাধ্যমে কিভাবে অভিনয়কে প্রকাশ করা তা জিতু কমল দেখিয়ে দিয়েছেন তার প্রতিভার মাধ্যমে।

তবে এবার আরও একটি সুখবর শেয়ার করলেন অভিনেতা। আপনারা জানেন, জিতু শুধু সিরিয়াল নয়, সিনেমাও করেন। তার অভিনীত ‘গৃহপ্রবেশ’ সিনেমা বক্স অফিসে ভালো সাফল্যে লাভ করেছে। এবার সেই সিনেমা নিয়ে সুখবর শেয়ার করলেন ছোটপর্দার আর্য।

‘গৃহপ্রবেশ’ সিনেমাটি এবার আসতে চলেছে হৈ চৈ প্ল্যাটফর্মে। তাই যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন হৈ চৈ জিতু আর শুভশ্রীর ‘গৃহপ্রবেশ’ সিনেমা। ফেসবুকে নিজেই ঘোষণা করলেন অভিনেতা।