
বাংলা গানের জগতের অতি জনপ্রিয় একজন গায়িকা দেবলীনা নন্দী। সোশ্যাল মিডিয়ায় দৌলতে তিনি বেশ জনপ্রিয়তা পান। বিশেষ করে ফেসবুকে সকলেই তাকে চেনেন।
গত বছর ১০ ই ডিসেম্বর প্রেমিক বন্ধু পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিয়ে সারেন দেবলীনা। তার বিয়ের ভিডিও ভীষণ ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে।
তবে এবার বিয়ের পর সুখবর ঘোষণা করলেন দেবলীনা। আসলে অভিনেত্রী বাড়িতে নতুন সদস্য আনলেন। নিজেই সেই সুখবর দিলেন ফেসবুকে। আসলে অভিনেত্রী একটি দামি গাড়ি কিনেছেন। আর সেই নতুন সদ্যকেই সকলের সাথে পরিচয় করিয়ে দেন।