অসুস্থ বাবা, সংসার চালাতে রাস্তায় শাক বিক্রি করছে ছোট আরফ, ভাইরাল খুদের কঠোর পরিশ্রমের কাহিনী

ছোট আরফ

সবার ভাগ্য সমান হয় না। অনেকেই শৈশব থেকেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। পড়াশুনো, খেলাধুলোর বয়সে অনেকেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। তাদের মধ্যে অন্যতম ছোট আরফ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছোট ছেলে আরফের জীবন কাহানী। স্কুলে যাওয়ার বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে তাকে। কঠোর পরিশ্রমের মধ্যে দিন কাটাচ্ছে।

ছোট ছেলেটি তার বাবা ও মায়ের সঙ্গে থাকে। তার বাবা  মানসিক ভারসাম্যহীন। তাই কাজ করতে পারে না। আর মা বাবার দেখাশুনো করে। সুতরাং, বাবার ওষুধের খরচ এবং সংসার চালানোর দায়িত্ব এই ছোট ছেলেটির কাঁধে। তাদের একমাত্র সম্বল বলতে নিজেদের গরু।

বাবার ওষুধের খরচ এবং সংসার খরচের জন্য গরুর দুধ বিক্রির পাশাপাশি রাস্তায় ঘুরে ঘুরে শাক বিক্রি করছে সে। সম্প্রতি ছোট্ট আরফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ছেলেটি তাদের অবস্থার কথা নিজে মুখে জানিয়েছে।

ছোট আরফ

আরফের কথা অনুযায়ী, সে তৃতীয় শ্রেণীতে পড়াশুনো করছিল। ইচ্ছে থাকলেও আর পড়াশুনো করতে পারেনি সে। ঘুরে ঘুরে সারাদিন শাক বিক্রি করে রাত্রে বাড়ি ফেরে। মাঝে মধ্যে দুপুরের খাবারটাও জোটে না। এরকম প্রতিকূলতার মধ্যেও মুখে একরাশ হাসি রয়েছে তার।

বাবা-মা ছাড়া তার দিদিও রয়েছে কিন্তু দিদির বিয়ে হয়েছে যার সাথে সে কথা বলতে পারে না। ছোট আরফের স্বপ্ন একদিন টাকা জমিয়ে ভাঙা বাড়ি সারিয়ে পাকা বাড়িতে মা-বাবাকে নিয়ে থাকবে সে।

আরফ বাংলাদেশের আমদই ইউনিয়ানের বাসিন্দা। তার জীবনে স্ট্রাগলের কাহিনী শুনে ছোট্ট আরফকে স্যালুট জানিয়েছেন নেটিজেন।

সুত্রঃ bongtrend . com/little-boy-selling-vegetables-to-run-family-sad-story-viral-video-psm/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here