অসুস্থ সন্তান, সমাজমাধ্যমে মা-বাবাদের উদ্দেশ্যে কি লিখলেন জোজো?

জোজো মুখোপাধ্যায়

প্লেব্যাক হোক বা স্টেজ শো, তার গলায় রয়েছে এক অসম্ভব দাপট! হ্যাঁ কথা হচ্ছে, বাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় কে নিয়ে। যার গানের গলা আজও মন ছুঁয়ে যায় তার ভক্তদের। ছেলেকে আদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়তেই রিল শেয়ার করে থাকেন গায়িকা।

এবার শিশু স্বাস্থ্য নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন জোজো। জানা যাচ্ছে, টানা প্রায় ৬ দিন ধরে জ্বরে অসুস্থতায় ভুগছে গায়কার ছেলে আদি। এদিন সকল শিশুদের বাবা-মায়েদের উদ্দেশ্যে পোস্ট শেয়ার করে অনুরোধ জানালেন জোজো।

কাজের পাশাপাশি একা হাতেই ছেলের সমস্ত দায়িত্ব পালন করেন জোজো। ঘুরতে যাওয়া থেকে শুরু করে স্টেজ শো, সবখানেই গায়িকার সঙ্গী তার ছেলে আদি। ছেলের অসুস্থতায় মন খারাপ তার মায়ের। তার সন্তানের মত জ্বরে ভুগে আর কোন শিশু যাতে কষ্ট না পায় সেই জন্যই শিশুস্বাস্থ্য নিয়ে তার এই পোস্ট।

পোস্টে জোজো লিখেছেন, ‘সব মায়েদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি। যে মায়েদের শিশুরা এখনও ছোট এবং যে মায়েদের একরত্তিরা এইমুহুর্তে জ্বরে ভুগছে তারা যেন এই বিষয়টি নিয়ে আরও বেশি সতর্ক হন। জ্বর যেমন বাচ্চাদের মন দুর্বল করে দিচ্ছে তেমনই তাদের মেজাজ খিটখিটে করে দেওয়ার মতো আরও নানান সমস্যায় ভোগাচ্ছে। গত ৬ দিন ধরে আমার ছেলে আদি জ্বরে কষ্ট পাচ্ছে। নিজের সন্তানকে এইভাবে কষ্ট পেতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। তবে শুধু দুর্বল করাই নয়, এই জ্বরের প্রভাব পড়ছে বাচ্চাদের চোখে ও গলাতেও। তাই সকলকে অনুরোধ করছি, যে বাচ্চারা জ্বরে ভুগছে তাদের মা-বাবা যেন সত্বর ডাক্তারের সঙ্গে যত দ্রুত সম্ভব পরামর্শ করে নেন। কারণ অনেক সময় জ্বরের ওষুধ খেয়েও লাভ হচ্ছে‌ না।’

জোজো আরও লিখেছেন, ‘ছোটদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই স্কুলে পাঠাবেন। চাই, সমস্ত শিশুরা যাতে ভালো থাকে।’