‘শ্বেতাই আমার লাকি চার্ম’, বাংলার টপার হয়েই বললেন সৃজন ওরফে অভিনেতা রুবেল দাস

অভিনেতা রুবেল দাস

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। এদিকে টিআরপির প্রকাশ পাওয়ার দিনিই ধারাবাহিকের ৫০০ পর্বের সেলিব্রেশন হল। যা নিয়ে আপাতত খুশির উল্লাস ‘নিম ফুলের মধু’র সেটে।

হোলি উপলক্ষে ‘নিম ফুলের মধু’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ দুটি ধারাবাহিক একসঙ্গে স্পেশাল পর্বে দেখানো হয়। এদিন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে যোগ দেয় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়ক-নায়িকা। সেদিনের রেটিং ধরেই আজকের টিআরপিতে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে সৃজন-পর্ণা।

ডবল সেলিব্রেশন হিন্দুস্তান টাইমস বাংলাকে সৃজন ওরফে অভিনেতা রুবেল দাস জানান, ‘খুব ভালো লাগছে। শীর্ষ স্থান ধরে রাখা খুব শক্ত, তবে সবার চেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমাদের এপিসোডও খুব ভালো হয়েছে। কোন গোপনে টিমের সঙ্গে একসাথে যে এপিসোড হয়েছে তাতে দুর্দান্ত ফিডব্যাক পেয়েছি।’

এই সংবাদমাধ্যমের কাছে অভিনেতা স্বীকার করে নেন, ‘শ্বেতা আমার লাকি চার্ম’। জনপ্রিয়তার অধিকাংশ ক্রেডিট লেখকদের। গল্পটাই প্রধান স্তম্ভ সিরিয়ালের। আমরা তো শুধু যা লেখা থাকে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, দর্শকদের বেঁধে রাখেন লেখকরা’।