বন্ধ হয়ে গেল পরিণীতা, নিম ফুলের মধু, কোন গোপনের শুটিং, চিন্তায় দর্শকেরা

শুটিং

টেলিপাড়ায় গণ্ডগোলের কারণে বন্ধ হয়ে গেল একাধিক শুটিং। পরিচালক শ্রীজিৎ রায়ের ধারাবাহিকে কাজ করতে চাইছেন না টিম। এর কারণ হিসাবে জানা যাচ্ছে শ্রীজিৎ রায় নাকি ফেডারেশনের বিরোধী কথাবার্তা বলেছেন। আর তার জন্য তার টিমের কেউ কোনও কথা শুনতে চাইছেন না।

ফেডারেশন এবং পরিচালকের এই ঝামেলার জন্য বিপাকে পড়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা। কারণ ছোটপর্দার সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেকের রুচিরোজগার। তাহলে কি অভিনয় পেশাও অনিশ্চয়তা? চিন্তায় ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা।

শোনা যাচ্ছে,  শ্রীজিৎ রায়ের একটি নতুন ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গেছে। এমনকি বন্ধ হয়ে গেছে বাংলার জনপ্রিয় তিন ধারাবাহিক পরিণীতা, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শুটিংও। ধারাবাহিক বন্ধ হওয়ায় স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ ধারাবাহিকের সদস্যদের মধ্যে।