পরীক্ষার পাশাপাশি চলছে শুটিং! সবটা কিভাবে সামলাচ্ছেন ছোটপর্দার গৌরী ওরফে মোহনা মাইতি

মোহনা মাইতি

অল্প বয়স থেকেই নাচ, অভিনয় এবং পড়াশোনা সবটা একসঙ্গে সামলাচ্ছেন মোহনা। বাংলার দর্শক যদিও আজও তাকে গৌরী হিসাবেই বেশি চেনেন। তবে এই মুহূর্তে টিভির পর্দায় নতুন অবতারে ধরা দিতে চলেছে মোহনা। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’তে মুখ্যচরিত্রে অভিনয় করছেন মোহনা।

প্রচণ্ড শুটিংয়ের ব্যস্ততা পাশাপাশি চলছে সিবিএসসি বোর্ডের দাদ্বশ শ্রেণির পরীক্ষা। সবটা কিভাবে সামলাচ্ছে অভিনেত্রী? শুটিং এর ফাঁকেই মোহনা জানালেন, বিজ্ঞানের ছাত্রী সে। তার পরীক্ষার বিষয়ের মধ্যে রয়েছে ইংরেজি, অঙ্ক, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা এবং রসায়ন।

শুটিং সামলে বোর্ডের পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি তার? মোহনার কথায়, ‘পরীক্ষার জন্য আমার প্রস্তুতি মোটামুটি ভালই, একটু টেনশন হচ্ছে কারণ এখন শুটিংও চলছে। সারাদিন শুটিং করে বাড়ি ফিরে রাত ২টো অবধি পড়াশুনা করছি, আবার সকালে শুটিংয়ে আসতে হচ্ছে। একটু ভয়ে ভয়ে পরীক্ষা দিচ্ছি। দেখা যাক কেমন হয় সব কিছু।’

এরআগেও শুটিং এর মাঝে মেকআপ রুমে বসে পড়াশুনা করতে দেখা যায় তাকে। তবে এবারেও জোরকদমে প্রস্তুতি নিয়েছেন মোহনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষা। সবটা সামলেও পরীক্ষার ফলাফল তার ভালই হবে,এমনটাই আশা রাখে মোহনা।