বড় চমক! এবার অভিনয়ে পা রাখছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়

হিয়া চট্টোপাধ্যায়

বলিউড হোক টলিউড সবক্ষেত্রেই স্টার কিডরা একের পর এক পা রাখছেন বিনোদন জগতে। এবার সেই তালিকায় নাম লেখালেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া। ইতিমধ্যেই গয়নার বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন হিয়া। আর সেই ছবির পোস্টারে শহর ছেয়ে গিয়েছে।

মডেলিং দিয়ে হাতেখড়ি, এরপর বিভিন্ন শাড়ি, গয়না, পোশাকের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন হিয়া। তবে এবার টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে টলিউডে পা রাখতে চলেছেন শাশ্বত কন্যা।

তবে বিনোদন জগতে কোন প্রোজেক্টের মাধ্যমে শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি হিয়ার অভিষেক হবে তা এখনও জানা যায়নি। ছোট পর্দা নাকি বড় পর্দায় ডেবিউ করবেন হিয়া? তাও এখনও যথেষ্ট স্পষ্ট নয়। তবে বিনোদন জগতে তার এন্ট্রি নিয়ে মুখিয়ে আছেন গোটা দর্শকমহল।