বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। ৩০ শে মে শেষদিনের শুটিং। মন খারাপ নোলক সহ গোটা ইউনিটের। শুরু হলে তা শেষ হবেই কিন্তু আচমকাই ধারাবাহিক শেষ করে দেওয়ার ক্ষোভ প্রকাশ ‘গোধূলি আলাপ’ ফ্যানেদের।
‘গোধূলি আলাপ’ অন্য একটি ট্র্যাক চলছে। সবে মাত্র সপ্তাহে ৭ দিন করা হল এই ধারাবাহিককে। আর তারপরই বন্ধের ঘোষণা। কিছুতে মেনে নিতে পারছে না দর্শকেরা। তাদের দাবি, টিআরপিতে খারাপ ফল করে আরও এমন অনেক ধারাবাহিক রয়েছে। কিন্তু সেই সব ধারাবাহিক শেষ হচ্ছে না বরং একটি ভালো ধারাবাহিককে শেষ করে দেওয়া হচ্ছে।
অসমবয়সী প্রেমের প্রেমের গল্প প্রথমদিন থেকেই দর্শকের মনে জায়গা করে নেয়। কিন্তু চ্যানেল কোনদিন এই ধারাবাহিককে গুরুত্ব দেননি। এমনটাই মন ফ্যানেদের। তাদের মতো, হটস্টারে বরাবরই এই ধারাবাহিক জনপ্রিয়, তা সত্ত্বেও বারংবার এই ধারাবাহিকের প্রোমো এবং প্রচার নিয়ে ছেলেখেলা করছে চ্যানেল। যার জন্যই এমন অবস্থা।
কেন আচমকা বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক? চ্যানেলের কাছে প্রশ্ন ফ্যানেদের। এমনকি বেশ কিছু দর্শক জানিয়েছে ‘গুড্ডি’র মতো একটি পরকীয়ার ধারাবাহিক দীর্ঘদিন ধরে চ্যানেল কর্তৃপক্ষ টানছেন। নতুন ধারাবাহিকের জন্য গুড্ডির মতো বাজে ধারাবাহিক বন্ধ হচ্ছে না। এদিকে গোধূলি আলাপের মতো একটি ভালো ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে।
‘গোধূলি আলাপ’ ধারাবাহিক ঘিরে শোরগোল নেটপাড়ায়। শোনা যাচ্ছে ফ্যানেরা এক হয়েছে চ্যানেলের বিরুদ্ধে আবেদন জমা করবেন। যদিও কতটা কাজ হবে সন্দেহ রয়েছেন অনুগামীরা।
We want Godhuli Alap 1000 episodes
Godhuli Alap must be on air