‘আমরা আবার আসছি ফিরে’, কেন বললেন গাঁটছড়া’র রাহুল ওরফে অনিন্দ্য?

অনিন্দ্য

স্টার জলসার (Star jalsha) সিরিয়ালের মতো অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (gantchora)। এই ধারাবাহিকে মূল আকর্ষণ হল ঋদ্ধিমান এবং খড়ি’র প্রেমকাহিনী। যদিও ধারাবাহিকে বর্তমানে ট্র্যাকে খড়ি নেই। খড়ি মারা যাওয়ার পর তাদের ছেলে মেয়েদের নিয়ে এগোচ্ছে ধারাবাহিক।

খড়ি ছাড়া গাঁটছড়া যেন ফিকে। “খড়ি-কে ফিরিয়ে আনা হোক’, এমনটাই দাবি জানিয়েছিলেন ভক্তরা। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল খড়িকে আবার ফেরানো হবে। যদিও শোলাঙ্কি জানিয়ে দিয়েছেন তার আর ফেরার সম্ভবনা নেই। কিন্তু আচমকাই ধারাবাহিকের রাহুল অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পোস্ট ঘিরে শোরগোল।

সোশ্যাল মিডিয়ায় আচমকাই শোলাঙ্কির সাথে ছবি শেয়ার করে লেখেন ‘আমরা আবার আসছি ফিরে’। আর এই পোস্ট দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন খড়ি এবার ফিরছে। কিন্তু না, অভিনেতা স্পষ্ট করে সেই লেখার নীচে লিখে দেন, “শহরের উষ্ণতম দিনে। এবার সিনেমা হলে”। অর্থাৎ শোলাঙ্কি এবং বিক্রমের ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমায় রয়েছেন রাহুল। ‘গাঁটছড়া’র পর আবার অনিন্দ্য এবং শোলাঙ্কি একসাথে স্ক্রিন শেয়ার করবেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here