মাত্র ৯ মাসেই শেষ সিরিয়াল! নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়

অভিনেতা ইন্দ্রাশিস রায়

বাংলা টেলিভিশন জগতের এক জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়। যাকে আপনারা ‘ধুলোকণা’ ধারাবাহিকের লালন হিসাবেই বেশি চেনেন। এছাড়াও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেতা।

বালিঝড়, জল থৈ থৈ ভালবাসা ধারাবাহিকে অভিনয় করেছেন ইন্দ্রাশিস। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৯ মাসেই ধারাবাহিক টিভির পর্দা থেকে বিদায় নেয়।

টেলিপাড়ার জোর গুঞ্জন, স্টার জলসার একটি নতুন ধারাবাহিকের জন্য অফার গেছে ইন্দ্রাশিসের কাছে। শোনা যাচ্ছে ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশনের হাত ধরে এই ধারাবাহিক আসতে চলেছে পর্দায়। বিপরীতে থাকবেন ছোটপর্দার এক চেনা মুখ। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। এটা শুধুমাত্র টেলি পাড়ার গুঞ্জন ভিত্তিক পাওয়া খবর।