দেশীয় তীর্থযাত্রীদের জন্য হজ স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করলেন সৌদি আরব

দেশীয় তীর্থযাত্রীদের জন্য হজ স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করলেন সৌদি আরব

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সৌদি আরবে ২০২০ হজ অনুষ্ঠানে করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য হজ স্বাস্থ্য ব্যবস্থা গঠন করা হবে। সৌদি আরব জুনে ঠিক করেছিল করোনাভাইরাস আটকাতে হজে অংশ নেওয়া দেশীয় হজ যাত্রীদের সংখ্যা ১০০০ এর মধ্যে রাখবে।

আরো পড়ুন। করোনাভাইরাসকে ঠেকাতে রাষ্ট্রীয় সিমানা বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া

হজ চলাকালিন এই বছর কাবার স্পর্শ নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের।

আরো পড়ুন। মার্কিন নিষেধাজ্ঞার জেরে ব্রিটেনে অনিশ্চিত হুয়েই-এর ভবিষ্যত

সোমবার সৌদির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে বলেছে, এ বছর হজ চলাকালীন কাবা শরিফ স্পর্শ করা যাবে না। নামাজ ও কাবা শরিফ তাওয়াফ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে অর্থাৎ এক হাজি থেকে আরেক হাজির মধ্যকার দূরত্ব দেড় মিটার হবে। এবারের হজের আনুষ্ঠানিকতা চলবে ১৯শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত। এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here