যিশু আর নীলাঞ্জনার বিচ্ছেদের মাঝেই আচমকাই টেলিপাড়ার জোর গুঞ্জন এবার নাকি বলিউডে পা রাখছেন যিশুর বড় মেয়ে সারা সেনগুপ্ত। শৈশবে বাবার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন সারা। উমা সিনেমায় তার অভিনয় ছিল নজরকাড়া তবে তার পর বড় হয়ে অভিনয় নয়, বরং ক্যারিয়ার হিসাবে মডেলিং-কে বেছে নিয়েছেন যিশু কন্যা।
জাতীয় স্তরে ইতিমধ্যে মডেলিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে সারা। তবে তার বলিউড ডেবিউ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ পড়ে যায়। সত্যিই কি বলিউডে পা রাখছে সে?
অবশেষে জল্পনায় নিজেই আসল সত্য জানাল যিশুর বড় কন্যা। সারা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আসল সত্য তুলে ধরে লেখেন, ‘কয়েকটা বিষয় পরিষ্কার করতে এলাম। আমার বলিউড ডেবিউ নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন দেখলাম। আমি যদিও ভবিষ্যতে অভিনয় করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মন দিয়ে করতে চাই। জানি না, জল্পনার সূত্রপাত কী ভাবে হল তবে আমার মনে হলো বিষয়টা পরিষ্কার করে দিই।’ অর্থাৎ সারা সেনগুপ্ত এখনি অভিনয়ে প্রবেশ করছেন না। তাকে নিয়ে যা রটেছে পুরোটাই রটনা।