‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দর্শকের মন জয় করছে সন্তু, জানুন সন্তু’র আসল পরিচয়

তন্ময় মজুমদার

সপ্তাহ খানেক হয়েছে জি বাংলার পর্দায় শুরু হয়েছে চিরদিনই তুমি যে আমার। ইতিমধ্যে দর্শকের কাছে ভীষণ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকের গল্প। মুখ্য চরিত্রে রয়েছেন জিতু কমল, দিতিপ্রিয়া রায়। আজকে কথা বল্ব ধারাবাহিকের আরও এক চরিত্র ‘সন্তু’ কে নিয়ে।

গল্পে সন্তুর চরিত্রটি মন্দবুদ্ধি এক যুবকের, যে কিনা বড় হলেও মনের দিক থেকে শিশুসুলভ। মানসিকভাবে বেড়ে উঠতে পারেনি সন্তু। চরিত্রটি মজাদার হলেও আসলে গল্পের ভিলেন এই সন্তু। আর এই চরিত্রে অভিনয় করছেন তন্ময় মজুমদার।

তন্ময় মজুমদার

বাংলা সিরিয়ালে একেবারে নতুন মুখ নয় তন্ময়। তবে তার কাছে চরিত্রটি একেবারেই নতুন ও বেশ চ্যালেঞ্জিংও। আনন্দবাজার অনলাইন এর কাছে সাক্ষাৎকারে তন্ময় জানিয়েছেন, ‘এর আগে এমন চরিত্র কোনওদিন অভিনয় করিনি। দারুন লাগছে এই চরিত্রে অভিনয় করতে। আপাতদৃষ্টিতে খুব সাদামাটা মনে হলেও এই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলা ভীষণ কঠিন। তবে এই ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন আমার পর্দার বাবা বুদ্ধদেব ভট্টাচার্য।’

সাথে নিজের স্ট্রাগলিং নিয়েও কিছু কথা জানালেন তন্ময়। গত ৯ মাস হাতে ছিল না কাজ। তবে অবশেষে এমন একটা চরিত্রে অভিনয় করআর সুযোগ পান অভিনেতা। আগামীতে গল্পে আর্য এবং অপর্ণার মাঝে কিভাবে বাধ সাজবে সন্তু? দেখতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়।