মাত্র ১১ বছর বয়সেই গোটা একটা বই লিখে ফেলল সহজ, ছেলের কৃতিত্বে গর্বিত মা প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা

ডিভোর্স ভুলে একসাথে থাকতে শুরু করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। চিরদিনি তুমি যে আমার ছবি থেকেই তাদের প্রেম, এরপর বিয়ে। কিন্তু বেশ কয়েক বছর ঘুরতে না ঘুরতে দাম্পত্য জীবনে মনোমালিন্য শুরু হয়। আলাদা হয়ে যান তারা। দীর্ঘ বছর আলাদা ছিলেন। তাদের একমাত্র ছেলে সহজ মায়ের সাথেই থাকতেন। তবে বাবার ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত করে রাখেনি প্রিয়াঙ্কা।

ছেলে সহজের কথা ভেবেই আবার সব ভুল বোঝাবুঝি ভুলে বাকি জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন রাহুল-প্রিয়াঙ্কা। আপাতত ছেলে সহজকে নিয়ে সুখে সংসার করছে তারা।

ছোট বয়সে বাবার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছেন ছোট সহজ। তবে এবার সহজের আরও একটি প্রতিভা সামনে এলো। মাত্র ১১ বছর বয়সেই একটি গোটা বই লিখে ফেলল রাহুল-প্রিয়াঙ্কার পুত্র। শুধু লিখেছে তা নয়, সহজের লেখা বই প্রকাশও পেয়েছে। যার নাম ‘দ্য় এনচ্যন্টেড গিটার’ (The Enchanted Guitar)।

ছেলের এত বড় সাফল্যে স্বাভাবিকভাবে গর্বিত বাবা-মা। প্রিয়াঙ্কা নিজেই সেই সাফল্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে লেখেন, ‘ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন…’।