সুখবর! ঘরে এলো নতুন অতিথি, বাবা-মা হলেন জনপ্রিয় তারকা দম্পতি

 তারকা দম্পতি

ফের সুখবর বিনোদন জগতে। বছরের শেষে বহু তারকারা মা-বাবা হওয়ার সুখবর শেয়ার করেছেন। ফের আরেক তারকা দম্পতি সুখবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে।

বাবা-মা হলেন সচেত এবং পরম্পরা টন্ডন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরম্পরা টান্ডন। ২৩ শে ডিসেম্বর অর্থাৎ গতকাল তাদের ঘরে নতুন অতিথি এসেছে। নিজেরাই এই সুখবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

তারকা দম্পতি

সন্তানের ছোট হাত ও পায়ের ভিডিও শেয়ার করে লেখেন, ‘মহাদেবের আশীর্বাদে আমরা আমাদের মূল্যবান শিশুপুত্রের আগমন ঘোষণা করতে পেরে আনন্দিত। এই সুন্দর সময়ে আমরা আপনার আশীর্বাদ এবং শুভকামনা কামনা করছি’।

প্রসঙ্গত, তাঁরা জুটি বেঁধে বলিউডে একাধিক হিট গান উপহার দিয়েছেন। জার্সি, কবীর সিং এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন।