অবশেষে পারুলকে উদ্ধার করল রায়ান, ‘পরিণীতা’য় নতুন চমক

পরিণীতা

জি-বাংলায় নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ প্রথমদিন থেকেই দর্শকের মনে জায়গা দখল করে নিয়েছে। প্রথম সপ্তাহ থেকে এখনো পর্যন্ত বাংলা ধারাবাহিকের টিআরপির প্রথম তিনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক।

যারা নিয়মিত এই ধারাবাহিক দেখেন তারা জানেন, গ্রামে গিয়ে বিপদে পড়ে পারুল। গুন্ডারা পারুলকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর সেটা বুঝতে পেরে তাকে উদ্ধার করতে ছুটে যায় রায়ান।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অবশেষে বাধা বিপত্তি কাটিয়ে পারুলকে উদ্ধার করে আনবে রায়ান। এরপর তারা পুলিশের কাছে যায় ডায়েরি করতে কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনও অভিযোগ নেয় না। তাহলে গুন্ডাদের কীভাবে শাস্তি দেবে রায়ান আর পারুল? সেটা দেখা যাবে ধারাবাহিকে আগামীদিনে।