১৯ জানুয়ারি বৈদিক বতে বিয়ে সারেন টেলি পাড়ার দুই মিষ্টি জুটি শ্বেতা আর রুবেল। যমুনা ঢাকি সিরিয়ালের সেট থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের কাহিনী। অবশেষে ২০২৫ শে চিরজীবনের জন্য একে অপরকে বেঁধে দেন তারা।
এবার জি-বাংলার সোনার সংসারে একসঙ্গে দুজনকে দেখা গেল। এদিন নতুন সংসার জীবন এবং বিশেষ নতুন বউ শ্বেতাকে নিয়ে খোশমেজাজে আড্ডা দিলেন অভিনেতা। সাংবাদিকদের ক্যামেরার সামনেই বউয়ের সাজ দেখে চুমু খান।
শুধু তাই নয়, শ্বেতার পাশে দাঁড়িয়ে শ্বেতার প্রশংসাও করেন রুবেল। স্বামীর মুখে প্রশংসা শুনে তো আহ্লাদে আটখানা হয়ে পড়েন শ্বেতা।
শ্বেতাকে নিয়ে রুবেল বলেন, ‘বর হিসেবে তো সামলাচ্ছেই, আমি ওর সন্তান হয়ে গেছি… খুব কেয়ার করে আমার। দায়িত্ব ও বেশি নিচ্ছে। খাবার বেড়ে দেয় আমাকে। আলাদাই প্যাম্পার করে আমাকে। বিয়ের পর আসলে খুব বেশি বদলায়নি। আমরা অনেকদিন আগে থেকেই তো আসলে একে-অপরকে মন থেকে স্বামী-স্ত্রী মেনে নিয়েছিলাম। একসঙ্গে থাকা মানেই তো শুধু বিয়ে নয়। একে-অপরের দায়িত্ব নেওয়া। ইমোশনাল অ্যাটাচমেন্ট। সেটা আগেও ছিল। তবে হ্যাঁ এখন একসঙ্গে থাকছি, এটার ভালোলাগাটা আলাদা।’