‘আমি চিনি না তাঁকে, পৃথিবীর সব লোককে চিনতে হবে নাকি’! অভিনেত্রী ইধিকা পালকে চিনতেই পারলেন না বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়

 অভিনেত্রী ইধিকা পাল

ফের শিরোনামে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর যা পোস্ট করা হয়েছে ওপার বাংলার তরফ থেকে। ওপার বাংলার শাকিব খানকে নিয়ে বিপ্লব চট্টোপাধ্যায় এমন এক মন্তব্য করলেন যা শুনে বেজায় চটেছেন বাংলাদেশের নেটিজেনরা।

ভিডিওতে শোনা যাচ্ছে, প্রথমে অভিনেতা অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় তিনি শাকিব খানকে চেনেন কিনা? উত্তরে তিনি জানান,  ‘ছবি দেখি। টিভিতে এখন দেখায়।’ তার অভিনয় কেমন লাগে জানতে চাওয়ায় বিপ্লব চট্টোপাধ্যায় বলেন ‘জানি না। ওইটুকু দেখে কী বলব। একটু মেয়েলি ধাচের ব্যাপার আছে। চোখে কাজল-ফাজল দেয়।’ আর তার এই মন্তব্যে একেবারেই পছন্দ হয়নি শাকিব খানের ভক্তদের।

অনযাদিকে দ্বিতীয় প্রশ্নটা ছিল এপার বাংলার ইধিকা পালকে নিয়ে। শাকিব খানের প্রিয়তমা’র কথার সূত্র ধরেই অভিনেতাকে ইধিকার ব্যাপারে জানতে চাওয়া হয়। একটু মেজাজ নিয়েই অভিনেতা জানান, ‘আমার শুনে তো কাজ নেই। আমি কি পরিচালক বা প্রযোজক নাকি যে ছবি সুপারহিট হয়েছে খোঁজ রাখতে হবে। আমি চিনি না তাঁকে। পৃথিবীর সব লোককে চিনতে হবে নাকি!’

নিজের ইন্ডাস্ট্রির জুনিয়রকে একেবারেই চিনতে পারলেন না অভিনেতা। প্রবীণ অভিনেতার এহেন মন্তব্য অনেকেই ভালো চোখে নেননি। এই ভিডিও নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে।