৩০-এ পা দিলেন টলির জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সমাজসেবী। মায়ের সাথে মিলে সমাজের সেবা করে থাকেন এই অভিনেত্রী।
ক্যামেরার জন্য নয় বরং নিজের মতো করে দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। মাত্র ১৬ বছর বয়স থেকে মূক-বধির শিশুদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই অভিনেত্রী।
সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ নামের একটি স্কুলে ৭৪ জন শিশুর যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী । বিশেষ দিনগুলিতে ছুটে যান সেখানে। কচিকাঁচাদের সঙ্গে মজার করেই দিন উপভোগ করেন। তাই এবছরের জন্মদিনটা অন্য সেলবদের মতো পার্টি নয়, বরং মূক-বধির শিশুদের সঙ্গেই কাটালেন ঋতাভরী।
জন্মদিনে সকাল সকাল পৌঁছে গেছেন “দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ” স্কুলে। বাচ্চাদের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন নিজের এই বিশেষ দিনটি। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমার বাচ্চারা।
View this post on Instagram