বিউটি পার্লারে কাজ থেকে ‘সারেগামাপা’র মঞ্চ, খালি গলায় গান গেয়েই বাজিমাত হুগলীর কৃত্তিকার

সারেগামাপা

সদ্য শুরু হয়েছে জি-বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা। এই মঞ্চে দেশ-বিদেশের প্রতিভাবান শিল্পীরা হাজির হন। তাদের গান শুনে সেরাদের বেছে নেন বিচারকরা। এই রিয়েলিটি শো দর্শকের খুব প্রিয় একটি শো। তবে প্রতিবারের চেয়ে এবারে ‘সারেগামাপা’র মঞ্চে একটু আলাদা আকর্ষণ রয়েছে। সেটা হল পন্ডিত অজয় চক্রবর্তী, যিনি বেশিরভাগ সময় প্রতিযোগীদের শুধু খালি গলায় গান গাইতে বলেন এবং সেই গান শুনেই তাদের বাছাই করেন।

সম্প্রতি সারেগামাপার মঞ্চে নজর কাড়ল হুগলির এক প্রতিযোগী। নাম কৃত্তিকা চক্রবর্তী। এদিন ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’ গানটি গেয়ে শোনায় এই মেয়েটি। তারপর পন্ডিত অজয় চক্রবর্তী তাকে খালি গলায় গান শোনাতে বলে। তারপর খালি গলায় ‘যো ওয়াদা কিয়া বো নিভানা পারেগা’ হিন্দি গান গেয়ে শোনায় কৃত্তিকা।

বলাই বাহুল্য, খালি গলায় তার গান শুনে সকলের মুগ্ধ হয়ে যান। এমনকি বিচারকরা তাকে ফুল নাম্বারও দেন। এদিন এই মঞ্চেই শোনা যায়, মায়ের বিউটি পালারে কাজ করেন কৃত্তিকা। কাস্টমারদের সামনেই কাজ করতে করতে গানের চর্চা করত সে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here