নাম উঠল গিনেস বুকে, ১২ হাজারের বেশি হিরে দিয়ে আংটি

আংটি

প্রবীণ দম্পতীর পর এবার গিনেস বুকে জায়গা করে নিলেন এক রত্ন ব্যবসায়ী। ১২৬৩৮ টি হিরে দিয়ে আংটি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিলেন। গিনেস বুক  অফ রেকর্ডে জায়গা করে নিলেন কামাল৷ হর্ষিত নামের এক জুয়েলারি প্রস্তুতকারক এবং তাঁর হাজার হাজার হিরে দিয়ে তৈরি করা এই আংটি।

উত্তরপ্রদেশের মেরঠে জুয়েলারির মালিক হর্ষিল প্রায় তিন বছর চেষ্টা করার পর এই আংটি তৈরি করেছেন। চারিদিকে খারাপ সময়ের মধ্যে এই রত্ন ব্যবসায়ী দেশকে সম্মান এনে দিলেন।

আংটি

এর আগে সবচেয়ে বেশি হিরে দিয়ে আংটি গড়ে নজির করেছিল ভারতের শ্রীকান্ত নামের একজন রত্ন প্রস্তুতকার। ৭৮০১ টি হিরে দিয়ে আংটি বানিয়েছিলেন এই জুয়েলারি প্রস্তুতকারক।

এবার তাকে টেক্কা দিয়ে ৩০ নভেম্বর এই কৃতিত্ব অর্জন করে দেশকে সম্মান এনে দিলেন মেরঠের ব্যবসায়ী হর্ষিল।

আংটি

হর্ষিলের তৈরি এই আংটির আকৃতি গাঁদা ফুলের মতো। আংটিতে চারটি লেয়ার রয়েছে এবং ১৩৮ টি আলাদা লাইনে হিরে গাঁথা হয়েছে। আংটিটি তৈরি করতে ২৮ জন কারিগর যুক্ত করা হয়েছে। যা দেখলে চোখ ফেরানো সম্ভব নয়।

আংটি

আংটি ১৮ ক্যারেট সোনায় তৈরি। ডায়মন্ড রিং-র ওজন ১৬৫.৪৫০ গ্রাম এবং হিরে -র ওজন ৩৮.০৮ ক্যারেট। রিংয়ের সাইজ ৩ ইঞ্চি চওড়া।

২৫ বছরের হর্ষিত এই অপূর্ব ডিজাইন করে ভারতীয় রত্ন শিল্পকে একেবারে বিশ্বমঞ্চে তুলে আনলেন৷

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here