মনে পড়ে স্টার জলসার ‘Love বিয়ে আজকাল’ ধারাবাহিকের নায়িকা শ্রাবণ অর্থাৎ অভিনেত্রী মৌমিতা সরকার কে? যদিও অল্প কয়েক মাসের জন্য তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। অসুস্থতার কারণে ধারাবাহিকের মাঝপথে বিদায় নেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে এই ধারাবাহিকে নায়িকা হয়ে এসেছিলেন অভিনেত্রী তৃণা সাহা।
‘Love বিয়ে আজকাল’ ধারাবাহিক অভিনেত্রী মৌমিতা সরকারের কাছে প্রথম অভিনীত ধারাবাহিক। এর আগে কখনও পর্দায় অভিনয় করেনি তিনি। মডেলিং জগত থেকেই অভিনয়ের সুযোগ পান তবে দুর্ভাগ্যবশত ভাগ্য সঙ্গ দেয় না। অসুস্থতার কারণে ধারাবাহিক ছাড়তে হয়।
প্রথম ধারাবাহিকে অভিনয় করেই দর্শকমহলে ভালো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন মৌমিতা। তার বদলে যখন ধারাবাহিক তৃণা আসেন তখনও দর্শক মৌমিতাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছিল চ্যানেলের কাছে। কিন্তু মাত্র একটা ধারাবাহিকে কাজ করেই কেন আড়াল হয়ে গেলেন মৌমিতা? বর্তমানে কোথায় তিনি?
অসুস্থতা কাটিয়ে অভিনেত্রী এখন অনেকটাই সুস্থ। পর্দার বাইরে থাকেলও সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ মৌমিতা। নিজের সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়া মারফত ভক্তদের সামনে তুলে ধরেন। খুব সম্ভবত তিনি মুম্বাইয়ে রয়েছেন।
View this post on Instagram