চিনি বাংলা মুভি
চিনি (মধুমিতা সরকার), একজন বিজ্ঞাপনী পেশাজীবী, চিনির মা মিষ্টি (অপরাজিতা আঢ্য) এবং চিনির লিভ-ইন পার্টনার সুদীপ (সৌরভ দাস)। চিনি একটি মা এবং মেয়ের মধ্যে মিষ্টি পারিবারিক ছবি।
চিনি চলচিত্র রিভিউ (Cheeni Movie Review)
পরিচালনা: মৈনাক ভৌমিক
অভিনয়: অপরাজিতা, মধুমিতা, সৌরভ
রেটিং: 6/10
লকডাউনের পর বড়দিনের কেকের মতোই প্রেক্ষাগৃহে হাজির হল পরিচালক মৈনাক ভৌমিকের ‘চিনি’। তবে ছবিতে একটু মিষ্টি কম।
মিষ্টি (অপরাজিতা আঢ্য) এবং মেয়ে চিনি (মধুমিতা সরকার) দুইজনের সম্পর্ক ছবিতে আর পাঁচটা মেয়ে-মায়ের সম্পর্ক থেকে একটু আলাদা।
যে মানুষটি বাড়ির শিকড়, তিনি গত হলেও তার অদৃশ্য ছায়া সারা বাড়িতে। তাই সেই বাড়িতে চিনি থাকতে পারে না। তাই সে লিভ-ইন থাকে সুদীপের (সৌরভ দাস) সঙ্গে।
অফিস অথবা বাড়ি চিনির জীবনে কোথাও শান্তি পায় না। তাই সে ভালো থাকার পথ খুঁজে বেড়ায়। পরিচালক চেনা দুঃখ, চেনা সুখই তুলে ধরছেন ছবিতে। রান্নাঘরে আমিষ খাওয়া নিলে মা চোটপাট করত চিনির উপর, চিনি যখন বাড়ি ছেলে চলে যায় সেই মা নাড়ুর কোটো ধরিয়ে মেয়েকে।
আরও পড়ুন : বেবি বাম্পে টেলি অভিনেত্রী মধুবনী
মেয়ের লিভ-ইন পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক আবার প্রচণ্ড রেগে গেলে সেই ছেলেকে ‘রাস্তার ছেলে’ বলে বসে চিনির মা। প্রেমিক এবং মায়ের সঙ্গে চিনির দ্বিধা-দ্বন্দ্বের কারণ তার অস্থির ছেলেবেলা।
ছবিতে অপরাজিতা আঢ্যকে নিজের চেনা রূপে পাওয়া গেছে এবং মধুমিতা সরকার আবেগের দৃশ্যগুলিতে বেশ ভালো। তবে কিছু জায়গায় ওভারস্মার্টনেস ছাপিয়ে গেছে। সুযোগ কম পেলেও ভালো অভিনয় করেছেন সৌরভ দাস। প্রধান চরিত্রদের দুঃখ, রাগ বা যন্ত্রণাই দেখা গেছে ছবি জুড়ে। শেষে মারণব্যাধি ধরা পড়ার মতো খুবই প্রত্যাশিত কিছু গল্প রয়েছেন।
ছবির গান লগ্নজিতার কণ্ঠে ‘তোমার চোখের শীতলপাটি’ অসাধারণ। ক্যামেরার বাইরে তেমন না বেরালেও, মৈনাকের ছবির চেনা আস্বাদ বহাল এই ছবিতে। শুধু মিষ্টি যদি আর একটু বেশি হত তাহলে ক্রিসমাসের এই ছবি জমে যেত।