অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘ করুণাময়ী রানী রাসমণি ’ বিরুদ্ধে উঠল অভিযোগ। অভিযোগ উঠল খোদ সাবর্ণ রায়চৌধুরী পরিবারের তরফ থেকে। সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী অভিযোগ আনেন, ধারাবাহিকে বর্তমানে কালীঘাট মন্দির ও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে ঘটনা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল। যার ফলে সমাজের চোখে সাবর্ণ রায়চৌধুরী পরিবার নিয়ে বিভ্রান্তির তৈরি হয়েছে।
সিরিয়ালে প্রথম থেকে রয়েছে কিছু ভুল। ইতিহাস বলছে রানী রাসমণি বিয়ে হয় ১৮০৪ সালে এবং তার পাঁচ বছর আগেই মারা গিয়েছিলেন সন্তোষ রায়চৌধুরী। মন্দিরের কাজ শুরু করলেও কাজ সম্পূর্ণ হওয়ার আগে মারা যান তিনি। কালীঘাট মন্দির নির্মাণের অসম্পূর্ন কাজ শেষ করেন তার নাতি রাজীবলোচন রায়চৌধুরী কিন্তু ধারাবাহিকের গল্পে দেখা গেছে কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা করেছেন সন্তোষ রায়চৌধুরী।
এখানেই শেষ নয়, সিরিয়ালে একটি বড়সড় ভুল দেখানো হয়েছে, ধারাবাহিকে আদিগঙ্গার ধারে রয়েছে কালীঘাটের ব্রহ্মশিলা। সেখানে পুজো কর প্রাণ প্রতিষ্ঠা করেন কাপালিকরা। ঠিক সেই সময় নৌকা করে আগমন দেখানো হয়েছে রানী রাসমণির। কিন্তু ইতিহাসের পাতা বলছে ব্রহ্মশিলা প্রাণ প্রতিষ্ঠার ঘটনাটি ঘটে রাসমণির আগমনের ২৫০ বছর আগে।
তাই তাদের মতে দর্শকের কাছে রানী রাসমণির ইতিহাস নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি। সাবর্ণ রায়চৌধুরী জানান তাদের সাথে কাহিনী নিয়ে আগে থেকে আলোচনা করলে টিভির পর্দায় ভুল তথ্য প্রকাশ পেত না।