করোনা কেড়ে নিল ‘লাভ ইউ জিন্দেগি’ যুবতীর প্রাণ

যুবতী

করোনা অতিমারি জেরে ভারত আজ বিপর্যয়ের মুখে। হাসপাতাল বেড এবং অক্সিজেন আজ সঙ্কটের মুখে। করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের দরকার মনের জোর। এরকম এক দৃশ্য কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় এক যুবতীর ভিডিও ভাইরাল হয়। যিনি হাসপাতালের বেডে বসেও জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভোলেনি।

করোনা আক্রান্ত এই যুবতী গত বৃহস্পতিবার মারা গেছেন, এমনটাই জানিয়েছেন তার চিকিৎসক মনিকা লঙ্ঘে। চিকিৎসক মনিকা লঙ্ঘে ট্যুইট করে জানিয়েছেন, “খুবই খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওর পরিবার এবং সন্তানের জন্য প্রার্থনা করুন”।

এই যুবতী সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তাকে “লাভ ইউ জিন্দেগি” গার্ল নাম দেওয়া হয়েছে। আসলে ভাইরাল ভিডিওতে দেখা গেছে এই যুবতী হাসপাতালের বেডে বসে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে লাভ ইউ জিন্দেগি” গানে তাল মেলাছে এবং সকলকে বার্তা দিচ্ছে “আশা ছেড়ো না বন্ধু”। এই মারণ ভাইরাস তার মনের জোর কমাতে পারেনি। তবে “লাভ ইউ জিন্দেগি” গার্ল  আজ আর নেই। করোনা যুদ্ধে হেরে গেল সে।

এই যুবতীর বয়স ছিল ৩০ বছর। তার চিকিৎসকের থেকেই জানা যায় ছোট বাচ্চা রয়েছে তার। এর আগে তার চিকিৎসক একটি টুইট করে লেখেন, ওকে আইসিইউ-তে দেওয়া হয়েছে, তার অবস্থা ভালো নেই। সবাই ওর জন্য প্রার্থনা কর। নিজেকে খুব অসহায় লাগছে। এখন সব ভগবানের হাতে”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here