‘জীবন্ত কালী’ মায়ের মন্দিরে শ্যামাসঙ্গীত ‘মা গো আনন্দময়ী’ গান গাইলেন ‘রাঙা বউ’ শ্রুতি দাস, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেন

শ্রুতি দাস

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ শ্রুতি দাস।  মেগা সিরিয়ালে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন ‘ত্রিনয়নী’ খ্যাত এই অভিনেত্রী। তাকে শেষ দেখা যায় জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’তে।

অনেকেই হয়তো জানেন না, অভিনয়ের পাশাপাশি শ্রুতি খুব ভালো গান গায়। মাঝেমধ্যেই খালি গলায় গান গেয়ে রিল ভিডিও বানিয়ে থাকেন অনুরাগীদের অনুরোধে। সম্প্রতি একটি মন্দিরের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।  মন্দিরটি  উত্তর কলকাতার (North Kolkata) সুকিয়া স্ট্রিট অবস্থিত। ‘জীবন্ত কালী’র বিশাল মন্দির। তিনি শ্যামসুন্দরী (Shymsundari) নামে পরিচিত।

এই মন্দিরে মায়ের সামনেই খালি গলায় জনপ্রিয় শ্যামাসঙ্গীত ‘মা গো আনন্দময়ী’ থেকে কয়েকটি লাইন গান শ্রুতি। সেই ভিডিও নিজের ইন্সটাগ্রামে তুলে ধরলেন অভিনেত্রী। সকলেই প্রশংসা জানিয়েছেন তাকে।

সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রুতি লেখেন, “শ্যামসুন্দরী মায়ের মহিমা ছড়িয়ে পড়েছে বেশ ভালোভাবেই কলকাতার জীবন্ত মা কালী হিসেবে। আমি কলকাতায় ছিলাম না এমন সময় আমার মা বাবা পৌঁছে গেছিলেন ছোটোমায়ের কাছে।মা করেছিলেন আমায় নিয়ে মনস্কামনা এবং তা পূর্ণ হওয়ার পর মা আমায় বহুবার বলেছেন একবার অন্তত যেতে। কিছুতেই হয়ে উঠছিলো না বেশ মনখারাপ করেই বসে ছিলাম।”

“শ্যামসুন্দরী মা এর মন্দির থেকে নাকি আমায় আমন্ত্রণ জানিয়েছে,আমি যেন অবশ্যই যাই। এটা ম্যাজিক বলবো নাকি আমার অন্তর থেকে যেতে চাওয়ার ফল বলবো আমি জানিনা।তবে অমাবস্যার পূজোয় যা যা চাক্ষুষ করলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা।পূজোর ভিডিও আমার ইউটিউব চ্যানেল yours shruti তে আছে।তবে কমিটির অনুরোধে এই অপরিণত গলার গান সবাই উপভোগ করেছেন।বাবা আর তার জামাই গেছিলেন আমার সাথে,তারাও বেশ আনন্দ পেয়েছেন।সবচেয়ে সেরা প্রাপ্তি হয়েছে অগাধ সম্মান,আন্তরিকতা,ভালোবাসা,ভোগ আর মায়ের পরনের বেনারসি শাড়ি যা আমি গায়ে ঠেকানোর উপযুক্ত কিনা জানিনা তবে বাড়ি যখন এসেছে পড়বো তো বটেই🙏🏽 জয় মা শ্যামসুন্দরী।”