বাংলা সিরিয়ালে হিন্দি গান, বাংলার সংস্কৃতিকে নষ্ট করার প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের

বাংলা সিরিয়ালে হিন্দি গান

বর্তমানে ছোট পর্দার বাংলা ধারাবাহিকগুলিতে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় হিন্দি ছবির গান। এই নিয়ে আপত্তি তুলেছে বাংলা পক্ষ। বাংলা সিরিয়ালে বাজবে বাংলা গান কেন হিন্দি গান? এই সমস্ত কাজকর্মের জন্য হিন্দি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের উপর। এমনি অভিযোগ নিয়ে এবার শ্যুটিং স্টুডিওতে হাজির হয়ে বিক্ষোভ বাংলা পক্ষের।

ছোট পর্দার বাংলা ধারাবাহিকগুলো নিয়ে এবার বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার সদস্যরা এই বিক্ষোভ দেখাল। এমনি জানিয়েছেন বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি। তিনি বলেন, “বাংলার সংস্কৃতিকে নষ্ট করার প্রতিবাদের জন্যই বিক্ষোভ বাংলা পক্ষের। বাংলা সিরিয়ালগুলিতে আগে বাংলা গান বাজানো হত কিন্তু ইদানীং ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান, করবাচৌথের মতো অনুষ্ঠানে দেখানো হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে বাঙালি নিয়মের পরিবর্তে সংগীত, মেহেন্দি অনুষ্ঠান। এ জিনিস চলতে পারে না”।

জানা গিয়েছে, বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবহেলা করার অভিযোগেই ধারাবাহিকের প্রযোজকদের বিরুদ্ধে সুর চড়াবে বাংলা পক্ষ। স্টুডিওতে গিয়ে চলবে সেই বিক্ষোভ। হিন্দি ভাষায় গান, উত্তর ভারতীয় সংস্কৃতির অনুকরণ বন্ধের দাবিতে প্রতিবাদ জানাবে তারা”।

সূত্রঃ bangla . hindustantimes.com/entertainment/bangla-pokkho-to-protest-against-bengali-serial-makers-for-showcasing-hindi-culture-and-songs-in-mega-serials-and-reality-shows-31637410591048.html

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here