পুরনো জার্নির স্মৃতিতে আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়

অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়

অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়ের কথা মনে আছে? একসময় টিভির পর্দায় এই মিষ্টি গোলগাল মেয়েটি দর্শকের মন কেড়েছিল। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন বিজয়লক্ষ্মী।

টেলিভিশনের পর্দায় অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়কে দর্শক দেখেছেন বিভিন্ন চরিত্রে। কখনো হাসি-মজা আবার কখনো প্রতিবাদী রূপে। অভিনয়ের মাধ্যমে অগাধ ভালোবাসা কুড়িয়েছেন দর্শকের কাছ থেকে। অলক্ষ্মী’ হোক বা ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ হোক প্রতিটি ধারাবাহিকেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এক চরিত্রের সঙ্গে অন্য চরিত্রের কোনও মিল নেই। ছোট বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন এই মেয়েটি।

নিজের ক্যারিয়ারের জার্নি ফের একবার ফিরে দেখলেন বিজয়লক্ষ্মী। ওয়ার্ল্ড টেলিভিশন ডে-তে নিজের ক্যারিয়ারের অভিনীত বিভিন্ন চরিত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ” এই জার্নির অংশ হতে পেরে নিজেকে আশীর্বাদধন্য মনে করি”।

তার এই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের ভালোবাসা। সকলে তার জার্নির প্রশংসা করেছেন। তবে এই মুহূর্তে ছোট পর্দা থেকে মিস বিজয়লক্ষ্মী। টেলিভিশনের পর্দায় তাঁকে ফের কবে দেখা যাবে সেটাই দেখার অপেক্ষায়।

সূত্রঃ tv9bangla . com/entertainment/television/actress-bijaylakshmi-chatterjee-shares-pictures-of-different-characters-of-her-television-journey-459904.html

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here