মাত্র ৩৭ বছরেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় চলে গেলেন জনপ্রিয় গায়ক, শোকস্তব্ধ সঙ্গীত জগত   

গায়ক হরমন সিধু

গানের জগতে ফের শোকের ছায়া। শনিবার, ২২ নভেম্বর, মানসা জেলার খিয়ালা গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হরমন সিধু। মাত্র ৩৭ বছরেই থামল গায়কের সুরেলা সফর।

হরমন সিধু’র মৃত্যুর খবরে শোকস্তব্ধ সঙ্গীত জগত। মানসা পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে গায়কের গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হরমন সিধুর মৃত্যু হয়।

সিধু খ্যাতি অর্জন করেন তার হিট গান ‘পেপার তে পেয়ার’ দিয়ে, যা মিস পূজার সাথে একটি যুগলবন্দী ছিল। গানটি নিমেষেই ভাইরাল হয়ে যায়। গীতিকার হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন সিধু। হরমনের লেখা অনেক গানই শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। আরও এক প্রতিভাকে খুব তাড়াতাড়ি হারাল পাঞ্জাবি সঙ্গীত জগত।

গায়ক হরমন সিধু