দুঃসংবাদ! ফের শোকের ছায়া, প্রয়াত চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী নাজিমা

চলচ্চিত্র জগতে ফের শোকের ছায়া। প্রয়াত ‘দেবদাস’খ্যাত অভিনেত্রী নাজিমা। ১১ অগাস্ট, সোমবার ফেরার দেশে পাড়ি দিয়েছেন বি-টাউনের সেই অতিপরিচিত অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সোশ্যাল মিডিয়ায় সোমবার অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন তার তুতো ভাই জারিন বাবু। মুম্বইয়ের দাদার দুই সন্তানের সঙ্গেই থাকতেন নাজিমা। ১৯৪৮ সালের ২৫ মার্চ নাসিকে জন্ম অভিনেত্রীর।

শিশু শিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন অভিনেত্রী। তখন তাঁর নাম ছিল বেবি চাঁদ। প্রথম ছবির নাম ছিল ‘দো বিঘা জ়মিন’। এরপর বিমল রায় পরিচালিত ‘দেবদাস’ ছবিতে পারো-র ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল নাজ়িমাকে। রাজ কপূর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’ ছবিতেও অভিনয় করেছিলেন নাজ়িমা।

অভিনেত্রী নাজিমা