বছর শেষে আরও একটা সুখবর! মা হতে চলেছেন অভিনেত্রী তথা মডেল রোজা পারমিতা দে। এতদিন তা গোপন রাখলেও অবশেষে সোশ্যাল মিডিয়ায় সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই জানালেন এই খুশির খবর। ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে রোজাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন টলিউডের একাধিক তারকারা।
পরনে ঘিয়ে ও লাল পাড়ের শাড়ি, সঙ্গে সোনার গয়না সিঁথিতে সিঁদুর ও লাল টিপ একেবারে ঘরোয়া বাঙালি সাজে দেখা যাচ্ছে রোজাকে। সাথে সামনে সাজানো তার পছন্দের সব খাবার। জানা যাচ্ছে শ্বশুরবাড়ির পক্ষ থেকেই এই সাধ দেওয়া হয় তাকে। ঘরোয়াভাবেই আয়োজন করা হয় তার সাধের অনুষ্ঠান।
২০২০ সালে ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পরেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে মডেল হিসাবে পরিচিত হলেও বর্তমানে টলিপাড়ার চেনা মুখ হয়ে গিয়েছেন রোজা। এরপর পরিচালক রাজ চক্রবর্তীর ‘কাটমুণ্ডু’ ছবিতে ডেবিউ করেন তিনি। বড়পর্দায় অনীক দত্তর ‘ভবিষ্যতের ভূত’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ককপিট’, অনিকেত চট্টোপাধ্যায় এর ‘হইচই আনলিমিটেড’, ‘হইচই’-এর সিরিজ ‘পর্ণশবরীর শাপ’- এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন রোজা।
কিছুদিন আগে রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবির প্রিমিয়ারেও দেখা যায় অভিনেত্রীকে। তবে এই মুহূর্তে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় ইন্দ্রনীল আর রোজা পারমিতা।
View this post on Instagram