আরও একবার বিনোদন জগতে শোকের ছায়া। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। মাসের শুরুতেই জানা যায় তার অসুস্থতার কথা। হাসপাতালেই চিকিৎসাধীন থাকা সত্বেও শেষ রক্ষা হল না।
মৃত্যুকালে বয়স অভিনেতার হয়েছিল ৬৬ বছর। জানা যাচ্ছে, লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন প্রয়াত অভিনেতা। প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে পরে পরিস্থিতি সংকটজনক হলে এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাকে।
অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্দ গোটা সিনেদুনিয়া। ১৯৭৭ সালে বিনোদন জগতে পথ চলা শুরু করেছিলেন অভিনেতা। দীর্ঘ কয়েকদশকের কেরিয়ারে ওড়িয়া পাশাপাশি বাংলা ছবিতে ছাপ ফেলেছেন অভিনেতা। ৩০ টির উপরে বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। ওড়িশার রাজ্য সরকারের তরফে একাধিক সন্মানে ভূষিত হন অভিনেতা। বর্তমানে ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে কাজ করছিলেন অভিনেতা। ছবিটি আগামী ১২ জুন মুক্তি পাবে।