মাত্র ২৫ বছর বয়সেই স্বপ্নপূরণ করলেন ‘ফুলকি’র ‘ধানু’ ওরফে পিয়ালি শাসমল, গর্বিত অভিনেত্রীর বাবা-মা

পিয়ালী শাসমল

বাংলার টেলি দুনিয়ার চেনা মুখ অভিনেত্রী পিয়ালি শাসমল। যাকে বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’তে উকিল ধানুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

মডেলিং দিয়ে কেরিয়ারের যাত্রা শুরু হয় অভিনেত্রীর। সেখান থেকেই সুযোগ আসে অভিনয়ের। তবে অভিনেত্রীর পথচলা ততটাও সহজ ছিল না। জীবনে চড়াই উতরাই পার করেই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন তিনি।

অভিনেত্রীর ছোটবেলা কেটেছে মালদাতে। পড়াশোনার কারনেই মালদা থেকে কলকাতায় আসা তার। মায়ের ইচ্ছাতেই অভিনয় জীবনে পথচলা শুরু। পরিবারের কারোর কাছ থেকে সমর্থন না পেয়ে একসময় মায়ের সাথে বাগুইহাটিতে এক পিসির বাড়ি থাকতেন পিয়ালি।

দু দিন থাকার পরই তাকে শুনতে হয়েছে, যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে তাই আর পড়াশোনার দরকার নেই। পিসির পরিবারের সকলের তাদের থাকাতে আপত্তি জানালে, সেই রাতেই অভিনেত্রী তার মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। আর সেই মুহূর্তটাই ছিল তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

বর্তমানে নিজের বাড়ি, নিজের গাড়ি সব স্বপ্নই পূরণ করেছেন অভিনেত্রী। পিয়ালি’র কথায়, “সবসময় মেয়েদের বলা হয় এটা বাবার বাড়ি নয়, এটা শ্বশুরবাড়ি। আমি সেইটা চাইতাম না। আজ নিজের বাড়ি হয়েছে, মা-বাবা গর্বিত, আমিও খুশি।”

পার্শ্বচরিত্রে অভিনয় করেও সংগ্রাম করে সাফল্য পাওয়ার আরও এক উদাহরন দিলেন অভিনেত্রী।