দৃষ্টিশক্তি হারাল নায়িকা! অন্ধ হয়েই বক্সিং খেলবে ফুলকি, ধারাবাহিকে নতুন মোড়

ফুলকি

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসু। নায়িকার বক্সিং নিয়েই ধারাবাহিকের মূল কাহিনী।

শুরু থেকে দর্শকমহলে এই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টানা কয়েক মাস বাংলার টপার ধারাবাহিক ছিল। তবে গত তিন সপ্তাহ ধরে নতুন ধারাবাহিক পরিণীতার কাছে হেরে যাচ্ছে এই মেগা। তাই ফের টিআরপির তালিকায় নম্বর বাড়াতে নতুন চমক আনা হল ধারাবাহিকের গল্পে।

সদ্য ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে। প্রোমোতে দেখা যাচ্ছে, দৃষ্টিশক্তি হারিয়েছে ফুলকি। সামনেই তার বক্সিং প্রতিযোগিতা। বক্সিংয়ে বিরোধী প্রতিযোগী শালিনী ফুলকির জন্য অপেক্ষা করে থাকে। আর কিছুক্ষণ পর দেখা যায় চোখে কালো চমশা পরে খেলতে আসে অন্ধ ফুলকি। ধারাবাহিকের এই প্রোমো দেখে বাংলা সিরিয়াল নিয়ে কটাক্ষ করছেন দর্শকেরা।