অভিনেতা চন্দন সেন, বাংলা বিনোদন জগতে তিনি পরিচিত নিজের প্রতিভার জন্য। একজন অভিনেতার হিসাবে খ্যাতি লাভ করেছেন তিনি। ছোটপর্দা থেকে বড়পর্দা তার জুড়ি মেলা ভার। ছোটপর্দায় ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। পর্দার আদর্শ বাবা হয়ে উঠেছিলেন তিনি।
তার অভিনীত ছবি ‘মানিকবাবু মেঘ’ আন্তর্জাতিক স্তরে মনোনয়ন পেয়েছে। আর সেই সময় বর্তমান প্রতিকার এক সাক্ষাৎকারে অভিনয় নিয়ে মুখ খোলেন অভিনেতা চন্দন সেন। তিনি জানান, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ছবিতে সুযোগ পান কিন্তু পরে তাকে নেওয়া হয়নি।
সাক্ষাৎকারে অভিনেতাকে না নেওয়ার কারণ জানতে চাইলে চন্দন বাবু জানান, ‘আমার মতো দেখতে লোককে হয়তো দরকার পড়েনি। হয়তো ভেবেছেন আমার দ্বারা হবে না। আক্ষেপ নেই কারণ সিনেমায় তো দেখার একটা জরুরী জায়গা থাকে। আমার মতো খারাপ দেখতে মানুষ দর্শক কেন গ্রহণ করবেন? তবে হ্যাঁ, অঞ্জন দত্তের কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি ওনার সাতটা ছবিতে সাত রকম চরিত্রে আমায় অভিনয় করতে দিয়েছেন। এছাড়া ধারাবাহিকে শৈবাল বন্দ্যোপাধ্যায় আমায় আশ্বাস দিয়েছিলেন আমি বাতিল নই’।
সূত্রঃ bartamanpatrika . com