যমুনা ঢাকি ধারাবাহিকের সেট থেকেই প্রেম শুরু, তারপর থেকে দীর্ঘ বছরের সম্পর্ক তাদের। হ্যাঁ, কথা হচ্ছে টলিপাড়ার হিট জুটি শ্বেতা রুবেলকে নিয়ে। প্রেমের সম্পর্ক নিয়ে কোনদিনই রাখঢাক রাখেননি তারা। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বস্তে চলেছে এই জুটি।
বর্তমানে জি-বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে অভিনয় করছেন শ্বেতা, অন্যদিকে নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজন চরিত্রে অভিনয় করছেন রুবেল।
সম্প্রতি কোন এক সাক্ষাতকারের ভিডিও সামনে আসায়, সেখানে শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে শ্বেতা জানিয়েছেন, ‘আমি ভাবিনি কোনদিন বিয়ে করব, বাবা- মাকে ছেরে যাওয়ার কথা ভাবতেও পারি না। কারণ দাদা মারা যাওয়ার পর থেকে সমস্ত দায়িত্ব আমার কাঁধেই। তবে জীবনে রুবেলের মতো একজন রাজপুত্র আসায় বিয়ে নিয়ে চিন্তাভাবনা করেছি। রুবেলের মতো একজন মানুষ পাব ভাবতেই পারিনি, যে যে আমার সবটা মেনে নিয়ে আমার পাশে থাকবে।’ ধারাবাহিকের মত বাস্তবেও একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে রুবেলকে পেয়ে ভীষণ খুশি শ্বেতা।
অভিনেত্রীর কথায়, রুবেলের পরিবারের থেকেও যথেষ্ট ভালোবাসা পেয়েছেন শ্বেতা। অন্যদিকে রুবেলও জানিয়েছেন, শ্বেতাকে পেয়ে সেও ভীষণ খুশি। শ্বেতার বাবা মাও নাকি তাকে নিজের ছেলের মতই ভালোবাসেন।