অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও প্রথম ধারাবাহিকের পর আচমকাই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘আলতা ফড়িং’-এর পৌষালী

পৌষালী

বাংলা বিনোদন জগতে অতি পরিচিত মুখ অভিনেত্রী আয়েন্দ্রী রায়। যাকে আপনারা এই মুহূর্তে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে ভিলেন পৌষালী’র ভূমিকায় দেখতে পারছেন। যদিও জি-বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে ‘অনুরাধা’ চরিত্রে কিছুদিন আগেই এন্ট্রি হয়েছে তার।

‘আদরিনী’, ‘তিতলি’, ‘গ্রামের রানি বীণাপানি’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। তার অভিনয়ও দর্শকমহলে প্রশংসা পেয়েছে। কিন্তু অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও একসময় নাকি এই অভিনেত্রী অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম ধারাবাহিক ‘আদরিনী’ করার পরই আয়েন্দ্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেন অভিনয় ছেড়ে দেওয়ার। কিন্তু কেন?

এই সময় ডিজিটাল’কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘প্রথম ধারাবাহিক করার পর আমার মনে হয়েছিল এই জগৎ আমার নয়। আসলে আমার বড়হয়ে ওঠা বিভিন্ন জায়গায়। ছোট বয়স থেকেই মডেলিং-কে পেশা হিসেবে বেছেনি। নামী দামী ব্র্যান্ডের জন্যে বিজ্ঞাপনও করেছি। কিন্তু অভিনয়টা আমার প্যাশন ছিল। বাবা একটি ইংরেজি সংবাদপত্রের প্রাক্তন সাংবাদিক এবং মা স্কুল টিচার। সেক্ষেত্রে বাবা সবসময় চাইতেন আমি সাংবাদিক হই। মা আমাকে প্রচুর সাপোর্ট করেছে অভিনয়ের জন্য। আমাদের পরিবার থেকে আমি প্রথম এই পেশায় আসি। কিছুই জানতাম না অডিশন, পোর্টফোলিও। প্রথম ধারাবাহিক করার পর মনে হল এই জায়গটা আমার জন্য নয় ফের মডেলিং কেরিয়ারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নি। তখনই ‘আমি সিরাজের বেগম’ রেহানার চরিত্রের জন্য অফার পাই। ব্যাস শুরু হল আবার অভিনয় জগতে পথ চলা”

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here