‘বর্তমান যুগের ছেলেমেয়েরা একলাফেই সাফল্য পেতে চায় কিন্তু মনে রাখতে হবে তাড়াতাড়ি উঠলে খুব তাড়াতাড়ি পড়ে যাবে’, নতুন প্রজন্ম নিয়ে মুখ খুললেন মালবিকা সেন

মালবিকা সেন

বাংলা চলচিত্র জগতের একজন জনপ্রিয় শিল্পী মালবিকা সেন। পাশাপাশি নৃত্য জগতেও যথেষ্ট খ্যাতি অর্জন করেন অভিনেত্রী। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালে। এছাড়াও তুমি রবে নীরবে, কোড়া পাখি, ফাগুন বউ, গুড্ডি, শ্রীময়ী, খড়কুটো সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী পৌঁছেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের বুটিক নোয়াতে। আর সেখানেই জীবনে বাঁচার নানা মন্ত্র দিয়েছেন তিনি। অভিনেত্রী তথা নৃত্যশিল্পী জানিয়েছেন, প্রত্যেকের জীবনেরই একটা গল্প আছে। নিজের পায়ে দাঁড়ানো, কাছের মানুষদের ভালো রাখা আর রাত্রে শান্তিতে ঘুমানো এটাই জীবনের সাফল্য হওয়া উচিত।

জীবনে যেটুকু আছে সেটুকু নিয়েই থামতে জানতে হবে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকলে আর তা না পেলে আরও কষ্ট হবে। বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও নিজের কিছু মতামত জানিয়েছেন মালবিকা। তার মতে, সবার আগে মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ন। সেইসাথে আজকালকার ছেলেমেয়েদের মধ্যে ডিসিপ্লিন থাকাটাও বেশ প্রয়োজন। কারণ ডিসিপ্লিন না থাকলে কখনও বড় জায়গায় যাওয়া যায় না।

সময়মত কাজ করা, কাজের প্রতি ডেডিকেশন থাকা সেইসাথে নিজের প্রতি যত্ন নেওয়াটাও জরুরি। সবটাই মাথা ঠাণ্ডা রেখে ব্যালেন্স করতে হবে।

মালবিকা আরও বলেন, “বর্তমান যুগের ছেলেমেয়েরা প্রচণ্ড দুরন্ত। তারা একলাফে অনেক কিছু পেতে চায়। তারা বুঝতে চায় না খুব তাড়াতাড়ি উঠে গেলে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। বরং তাড়াহুড়ো না করে নিজের কাজে ধীর ও অনড় হতে হবে তবেই নিজের কাজকে ধরে রাখতে পারবে।”