স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। ধারাবাহিকের গল্প অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নেয়। এমনকি মিঠাই সিরিয়ালকেও রীতিমতো টক্কর দিয়ে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছিল। যদিও মিঠাই গত দু-সপ্তাহ ধরে নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছে।
তবে ইন্দানিং ‘গাঁটছড়া’ ধারাবাহিকের গল্প ক্রমশ একঘেয়ে হয়ে উঠছে দর্শকের চোখে। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রাহুলের ষড়যন্ত্র ফাঁস করার জন্য দিদি দ্যুতিকে সঙ্গে করে নিয়ে আসবে খড়ি। ধারাবাহিকের এই প্রোমো দেখে বেজায় চটেছে দর্শক।
একাংশ দর্শকের মতে, “গল্পে খড়ির শুধু একটাই কাজ রাহুলের ষড়যন্ত্র ফাঁস”। এই একই গল্প দেখে হতাশ তারা। চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরাগীদের নতুন কিছু দেখানোর আবেদন করতে দেখা গিয়েছে।
View this post on Instagram


actually this serial has no story at all.boring story.there is no lesson here.