‘কারোর মনে কষ্ট দিতে চায়নি, আমি দুই বাবাকে নিয়ে খুশি’, সংযুক্তার মন্তব্যে মুখ খুললেন তৃণা

অভিনেত্রী তৃণা সাহা

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত পরিবার থেকে গোটা ইন্ডাস্ট্রি। অভিনেতার মৃত্যুর পরেও বিতর্ক অব‍্যাহত তাকে ঘিরে। এই বিতর্কে জড়িয়ে পরে অভিনেত্রী তৃণা সাহার নামও।

আমরা সকলেই জানি ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুন অর্থাৎ তৃণার অনস্ক্রিন বাবা ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর পর গভীরভাবে শোকাহত অভিনেত্রী। কিছুদিন আগে এক অনুষ্ঠানে তৃণা জানিয়েছিলেন, “অভিষেক চাইতেন তার মেয়ে ডল বড়ো হয়ে যেন তৃনার মতো হয়”। অভিনেত্রীর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নাম না করে একপ্রকার কটাক্ষ করে বসেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় সংযুক্তা লিখেছিলেন, “আমাদের মেয়ে ডল অনন্য। আমরা দুজনেই তাকে নিয়ে গর্বিত ঠিক যেমন সে। আমরা চাই না ডল অন্য কারো মতো হোক। তার সহ-অভিনেতাদের মধ্যে একজন দাবি করেছেন যে অভিষেক চেয়েছিলেন তার মেয়ে তার মতো হোক। পর্দায় এবং পর্দার বাইরের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে এবং অভিষেক কখনই ব্যক্তিগত জীবনের সাথে তার পেশাদার জীবনকে মেশাতে পছন্দ করত না। আমাদের সবার উচিত একজন বাবার তার মেয়ের প্রতি যে ভালোবাসা আছে তার সম্মান জানানো”।

সংযুক্তা সেই পোস্ট নিয়ে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। তৃনা বলেন, “কারোর মনে কষ্ট দিতে চায়নি। সন্তানের জায়গা যে কেউ নিতে পারে না। একসঙ্গে লাঞ্চ করতাম মানে এই নয় যে আমি অভিষেকদার মেয়ে হয়ে গিয়েছিলাম। আমার নিজের বাবা এবং শ্বশুরমশাই আছেন। আমি দুই বাবাকে নিয়ে খুশি”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here