পুরনো দিনের ট্রাঙ্ক, হনুমান টুপি! বাঙালির অতীতের স্মৃতি ফিরিয়ে আনলো ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক

এই পথ যদি না শেষ হয়

অভিনেত্রী অন্বেষা হাজরা অভিনীত ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। TRP-এর তালিকায় রেটিং ভালো না পেলেও বাঙালি দর্শকের মনে অনেক আগে থেকেই জায়গা দখল করেছে এই ধারাবাহিক।

এই পথ যদি না শেষ হয়

প্রথম থেকেই আর পাঁচটা ধারাবাহিকের যৌথ পরিবারের কুটকাচালি গল্প থেকে একটু অন্যরকম গল্পে বোনা হয়েছে এই ধারাবাহিক। একান্নবর্তী পরিবারের ভালোবাসাকেই ফোকাস করা হয়েছে। বড়লোক বাড়ির মেয়ে উর্মি মধ্যবিত্ত পরিবারের গুচ্ছিয়ে সংসার করার গল্প ঘিরে এই ধারাবাহিক। এক কথায় আজকের জেনারেশনের কাছে শিক্ষণীয়।

এই পথ যদি না শেষ হয়

পাশাপাশি ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি ফিরিয়ে আনছে বাঙালির সেই পুরনো আবেগ।  হ্যারিকেন, উলের হাতে বোনা সোয়েটার, হনুমান টুপি, পুরনো দিনের ট্রাঙ্ক আজকের আধুনিক সমাজের ভিড়ে হারিয়ে গিয়েছে। তবে বাঙালির হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে তুলে ধরার যথাযথ চেষ্টা করছে এই ধারাবাহিকের গোটা টিম।

এই পথ যদি না শেষ হয়

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, পুরনো দিনের মতো বাড়ির সকলে মিলে হ্যারিকেন জ্বালিয়ে বাড়ি ছাদে বসে গল্প করা, একসঙ্গে টেবিলে খাওয়া, শীতে পুরনো দিনে ট্রাঙ্ক ভর্তি শীতের ভারি জামাকাপড়, সাত্যকি মাথায় হনুমান টুপি, বলাই বাহুল্য সবমিলিয়ে বাঙালির নস্টালজিয়া।

সত্যিই টিভির পর্দার এইধরনের গল্প খুবই কম।  ফলে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ প্রশংসিত হচ্ছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক।

সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/ei-poth-jodi-na-sesh-hoy-brings-bang-winter-nostalgia-10432

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here