অবশেষে ষ্টুডিওতে গান রেকর্ড করলেন ‘কাঁচা বাদাম’-এর গায়ক ভুবন বাদ্যকর, পেলেন যোগ্য সম্মান

ভুবন বাদ্যকর

সোশ্যাল মিডিয়াতে এখন একটাই গান “‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’। এই গানটি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। বলাই যায় সকলের মুখে মুখে এখন এই একটাই গান। এই জনপ্রিয় গানের গায়ক হলেন বীরভূমের এক দরিদ্র বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এতদিন ধরে তার গানের খ্যাতি পেলেও যোগ্য সন্মান পাননি এই মানুষটি।

সাইকেল আবার কখনো পুরোনো বাইকে করেই গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে গান করে বাদাম বিক্রি করেন ভুবনবাবু। আচমকাই তার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ভাইরাল হয়। তার গান দিয়ে রিমেক তৈরী করে অন্যরা টাকা উপার্জন করলেও আসল মানুষটি কানাকড়িও উপার্জন করতে পারেননি। এই কারণে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি।

তবে এবার বাদামকাকুর স্বপ্নপূরণ হল। গানের রেকর্ডিং ষ্টুডিওতে গান গাইলেন তিনি। জনপ্রিয় ইউটিউবার উত্তম কুমার মন্ডলের সাথে নতুন ডুয়েট গান ‘জিএসটি লাগবে এবার বাদামে’ রেকর্ড হল। গানটি ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকেই  ভাইরাল হতেও শুরু করেছে ইতিমধ্যে। গোটা একটা অ্যালবাম তৈরী হয়েছে যাতে মোট ৯টি গান থাকছে। গানগুলি একে একে ইউটিউবেই রিলিজ করা হবে। এতদিন পর যোগ্য সম্মান পেলেন ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর।

সূত্রঃ bongtrend . com/badam-badam-singer-bhuban-badyakar-records-song-in-studio/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here