সিরিয়াল অতীত! এবার নতুন যাত্রায় ‘গৌরী এলো’ ধারাবাহিক খ্যাত অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

এক সময় জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের গৌরী আর ঈশানের অন স্ক্রিন কেমেস্ট্রি বেশ উপভোগ করেছিল ছোট পর্দার দর্শক। ধারাবাহিকে ঈশান চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। গৌরী এলো ধারাবাহিকের পর তেমনভাবে আর পর্দায় দেখা মেলেনি অভিনেতার।

তবে এবার ছোটপর্দার গন্ডি পেরিয়ে সোজা বড়পর্দায় পা রাখলেন বিশ্বরূপ। জানা যাচ্ছে, রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় ডেবিউ করবেন অভিনেতা। আসছে নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। পরিচালনায় অর্ণব মিদ্যা। সম্প্রতি সমাজ মাধ্যমে আসন্ন ছবি সম্পর্কে জানিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

রুক্মিণী মৈত্র

যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ে মিশে যাওয়া দুটো পায়ের ছবি, একটি প্রাপ্তবয়স্ক মানুষের পা ও একটি ছোট বাচ্চার পায়ের ছাপ। এক চিরন্তন ভালবাসার গল্প যেখানে শুধু নারী-পুরুষের প্রেম নয়, বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কের মাঝে দায়িত্ববোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে তাই ফুটে উঠবে গল্পে। এবার বড়পর্দায় রুক্মিণীর সঙ্গে জুটিতে কতটা দর্শকের মন কাড়তে পারেন বিশ্বরূপ, সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।