শুধু পর্দায় নয়, বাস্তবেও বদরাগী এবং ধ্যাষ্টামো সৃজনের জ্যাঠামশাই, অখিলেশ ওরফে সুব্রতবাবুর সিক্রেট ফাঁস করলেন তার স্ত্রী

সৃজনের জ্যাঠামশাই

বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অখিলেশ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুব্রত গুহরায়। সৃজনের জ্যাঠামশাই চরিত্রটি দর্শকমহলে ভালো জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ ধারাবাহিকে ‘ধ্যাষ্টামো’ সংলাপের জন্য খ্যাতি পেয়েছেন তিনি।

সম্প্রতি নিজের স্ত্রীকে নিয়ে ‘দিদি নং ১’ খেলতে এসেছিলেন অভিনেতা। সেখানেই নিজের জীবনের সুখ দুঃখ ভাগ করে নেন তিনি। পর্দায় স্ত্রীর উপর ছড়ি ঘোরাতে দেখা যায় জ্যাঠামশাইকে কিন্তু বাস্তবে স্বামী হিসাবে কেমন সুব্রতবাবু?

সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরেই অভিনেতার সিক্রেট ফাঁস করলেন তার স্ত্রী। অভিনেতার সুব্রত গুহরায় স্বীকার করে নেন, “ত্রিশ বছর বিবাহিত জীবনে তার স্ত্রী তার ধ্যাষ্টামো সহ্য করে যাচ্ছে।” অভিনেতার স্ত্রী জানান, “বাস্তবেও ভীষণ বদরাগী এবং পজেসিভ ছিল।”

অভিনেতার স্ত্রী  পিয়ালি দেবী আরও জানান, “আমি না বলে দিদির বাড়ি গিয়েছিলাম বাড়ি  এসে দেখতাম সুইচ বোর্ড ফাটিয়ে দিয়েছে’। অবাক হয়ে যান রচনা। উত্তরে অভিনেতা বলেন, না বলে গিয়েছে তো’।

তবে বয়সের সাথে সাথে সেই অভ্যাস পরিবর্তন হয়েছে মেনে নেয় তার স্ত্রী। পিয়ালি দেবী জানান, সুব্রতবাবু  বদমেজাজি হলেও সন্তানদের গায়ে হাত তোলা তো দূর কোনওদিন উঁচু স্বরে কথা পর্যন্ত বলেননি এই কথা শুনে রচনা বলে, তাহলে পর্দায় যে ছেলেকে জুতো দিয়ে পেটালেন? উত্তরে সৃজনের জ্যাঠামশাই সাফ জানান, ‘ছেলে বাপের শ্রদ্ধ করলে জুতো পেটা তো খাবেই’। অভিনেতার মুখে এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন রচনা।