মিঠাই নয়, নেটিজেনদের বিচারে সেরা ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’

এই পথ যদি না শেষ হয়

জি-বাংলার অন্যতম জনপ্রিয় দুই ধারাবাহিক ‘মিঠাই’ এবং ‘এই পথ যদি না শেষ হয়’। TRP-র দিক থেকে বিচার করলে ‘এই পথ যদি না শেষ হয়’ থেকে জনপ্রিয়তার দিকে অনেক এগিয়ে ‘মিঠাই’ ধারাবাহিক। কিন্তু নেটিজেনদের বিচারে বাংলা সেরা ধারাবাহিক হিসাবে উঠে এল অভিনেত্রী অন্বেষা হাজরা’র ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটির নাম।

সোশ্যাল মিডিয়ায় এক জনৈক নেটিজেন বাংলার সেরা ধারাবাহিক হিসাবে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের উদ্দেশ্যে খেতাব দেন। তিনি জানান, “ভারতীয় মিডিয়ার সবচেয়ে বেস্ট সিরিয়াল এর চাইতে ভালো আমার জানা নেই। আমি এই সিরিয়াল ছাড়া অন্য কোনও সিরিয়াল দেখি না। এই ধরণের ইতিবাচক গল্প আগে দেখিনি”।

যদিও এই মন্তব্য সঠিক বলে মেনে নেয়নি মিঠাই ধারাবাহিকের একাংশ অনুরাগীরা। তারাও পাল্টা জবাব দেয়, মিঠাই ধারাবাহিকে কখনো নেগেটিভ কিছু দেখানো হয়নি।

10 Comments

  1. “মন ফাগুন” সিরিয়ালটা আমার খুবই ভালো লাগে। পিহুর অভিনয়, রিশি(শন ব্যানার্জি) এতোটাই হ্যান্ডসাম দেখতে খুবই ভালো আমার ওনাদের দুজনের এই কেমিস্ট্রিটা।

  2. অবশ্যই এই পথ যদি না শেষ হয় সর্বশ্রেষ্ঠ বাংলা সিরিয়াল। আমার মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এটি। আমি দুটো সিরিয়াল দেখেছি বাংলা সিরিয়ালে – আমার দুর্গা, এই পথ যদি না শেষ হয়। এরকম শিক্ষণীয় সিরিয়াল আগে কখনও এসেছে বলে জানা নেই। মিঠাই সিরিয়াল অবশ্যই ভালো। কিন্তু মিঠাই সিরিয়ালে শিক্ষণীয় তেমন কিছু দেখি না। কিন্তু এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের প্রতিটি পর্বে কিছু না কিছু শিক্ষণীয় জিনিস থাকে। আর সিরিয়াল টা এমনই যে দেখলেই মন ভালো হয়ে যায়।

  3. Ei poth jodi na sesh hoy is the best. Mithai tao bhalo kintu shekhane shekhar moto kichui nei…tobe Ei poth jodi na sesh hoy te shekhar moto onek kichhu achhe. Serial ta te sob rokomer jinish achhe- moja, anondo, dukkho, kosto, shekhar jinish ebong most importantly first class acting…mithai te shudhu moja ba shudhu dukkho, neutral kichui nei. Tai amar mote shudhu bangla keno? ei world er best serial hochhe ”Amader Ei Poth Jodi Na Sesh Hoy”.

  4. অবশ্যই এই পথ যদি না শেষ হয় এইটা বেস্ট।
    আমার অনেক ভালো লাগে।
    আমি তো অন্বেষা আর ঋত্বিক এর die heart fan. এইটা বেস্ট। আর হ্যাঁ এর মধ্যে শিক্ষনীয় অনেক বিষয় আছে।পরিবারে একসাথে কিভাবে থাকা যায়,স্বামী স্ত্রীর ভালোবাসা,,আর উর্মির সরলতার শিক্ষা আমরা এখান থেকে পেতে পারি।তাই এটাই সেরা।

  5. এই পথ যদি না শেষ হয় একটা অন্যরকম সিরিয়াল।। উমি কত সহজ সরল মনে সবাইকে আপন করে নেয়।। মিঠাই ও ভালো কিন্তু উমি র সবার থেকে আলাদা।।

  6. Obossoi” ei poth jodi na ses hoy ” serial is the best for now a days, bcz, ei serial e konokichu khub illogical dekhay ni ekhono obdi, ja hoy khub practical, mane it can b happened, but “mithai” serial o valo , cz ekhane kono negative kichu dekhay na thik e, but onek kichu ache ja khub e illogical dekhay, r setai amar khub hasi pay

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here