জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রণজয় বিষ্ণু। ধারাবাহিকটি প্রথম থেকে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
ধারাবাহিকের সাম্প্রতিকতম এপিসোডে দেখানো হয়েছে শ্যামলী নিজের হাতে অনিকেতের বিয়ের দায়িত্ব নেয়। তবে দর্শক ভেবেছিলেন শেষপর্যন্ত বিয়েটা হবে না। তবে দর্শকের আশায় জল ঢেলে দেয় নির্মাতারা।
বাকি পাঁচটা সিরিয়ালে যেমন দেখানো হয় দু-তিনটি বিয়ে ঠিক তেমনি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা গেল। শ্যামলী নয়, অনিকেত আর অনন্যার বিয়ে যায়।
তাহলে শ্যামলীর কি হবে? শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শ্যামলীর বিপরীতে নতুন নায়ক আনা হবে। তবে কাকে কাস্ট করা হচ্ছে সেটা এখনো জানা যায়নি।