বাংলার টেলিদুনিয়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রাসমণি’র সারদামণি’, ‘কড়িখেলা’ ধারাবাহিকের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজের ক্যাফেও চালান অভিনেত্রী।
ইন্ডাস্ট্রিতে তার পরিচয় শুধু অভিনেত্রী হিসাবে নয়, অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়ের স্ত্রী ও প্রবীণ অভিনেতা তরুণ কুমারের নাতবৌমা হলেন ত্বরিতা। ইন্ডাস্ট্রিতে বেশ অনেক বছরই পার করে ফেলেছেন অভিনেত্রী। মুখ্য ভুমিকায় না থাক্লেও পার্শ্বচরিত্রেই দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী।
আজ পর্দায় একজন সফল অভিনেত্রী হলেও তার কাটানো ছেলেবেলাটা অতটা সহজ ছিল না। বেশ কয়েকদিন আগে জোশ টকের মঞ্চে দাঁড়িয়ে নিজেই সেই কথা শেয়ার করেন অভিনেত্রী। ছোটবেলার কথা প্রসঙ্গে চোখে জল আসে তার। ত্বরিতার কথায়, “আমার দিদি আছে। আমি যখন হই তখন পরিবারের সবাই ভেবেছিলেন এবার হয়তো ছেলে হবে। কিন্তু মায়ের দ্বিতীয় সন্তানও যখন মেয়ে হয় তখন কারও ভাল লাগেনি। আমার বাবা খুব খুশি হয়েছিলেন। তার পর খুব ছোটবেলাতেই বাবাকে হারাই। ফলে আমার পরিশ্রমটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। ছোট থেকেই বুঝে ছিলাম আমাকেই মায়ের ঢাল হতে হবে।”